বিজেপি বিধায়িকার পরকীয়া ? তুমুল আলোড়ন বাঁকুড়া জুড়ে

19th August 2021 2:15 pm বাঁকুড়া
বিজেপি বিধায়িকার পরকীয়া ? তুমুল আলোড়ন বাঁকুড়া জুড়ে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  স্বামী সন্তানকে ছেড়ে গাড়ির চালককে বিয়ে করে সটান থানায় হাজির শালতোড়ার বিধায়ক, এমন ই  খবর ছড়িয়ে পড়তেই শোরগোল এলাকাজুড়ে ।

নিজের স্বামী ও সন্তানকে ছেড়ে নিজের গাড়ির চালক তথা দলেরই কর্মীকে বিয়ে করে সটান থানায় হাজির হলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। বিধায়কের এই কাজে দলের কর্মী থেকে বিরোধী দলের সকলেই নিন্দায় সরব হয়েছেন। বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের। তাঁর স্বামী ঘটনার কথা মানতে চাননি।
কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু গঙ্গাজলঘাটি থানায় তাঁর স্বামী ও বিধায়ক চন্দনা বাউরী র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে তিনি জানান ওই দুজন বে আইনী ভাবে বিয়ে করেছে। স্থানীয় মানুষজন  বিধায়কের এই কুকর্মের অভিযোগ তুলে নিন্দায় সরব হয়েছেন। তৃণমূল ও খোঁচা দিতে ছাড়েনি বিধায়ক কে।
যদিও বিধায়ক এই সকল কথা মানতে নারাজ। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে দাবি করেছেন স্বামীর সাথে তার গতকাল রাত্রে ঝগড়া হয় যার কারণে থানায় উপস্থিতি হন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।